প্রতিবেশি দুই দেশের মধ্যে আমদানি জটিলতা কমানো ও পারস্পারিক সম্পর্ক জোরদার করতে আগামী শনিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কটন ফেস্ট ২০১৬। ওইদিন সকাল ১০টায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কটন ফেস্ট উদ্বোধন করবেন।বুধবার দুপুরে রাজধানীর পান্থপথে বিটিএমএ কনফারেন্স রুমে ‘বাংলাদেশ ইন্ডিয়া কটন ফেস্ট’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিটিএমএ সভাপতি তপন চৌধুরী। এ সময় বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তপন চৌধুরী জানান, প্রথমবার আয়োজন হচ্ছে ‘বাংলাদেশ ইন্ডিয়া কটন ফেস্ট ২০১৬’।এ ফেস্ট সফল করতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) সহযোগিতা করবে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ২০১৪-১৫ অর্থবছরের মোট রফতানির আয়ের ৮১ শতাংশ টেক্সটাইল ও পোশাক থেকে এসেছে।বিটিএমইএ সভাপতি বলেন, ভারত থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমদানি ছাড়াও স্পিনিং মিলের বিপুল পরিমাণ তুলা আমদানি করা হয়। দেশে মোট কটন চাহিদার ২২ শতাংশ ২০১০ সালে আমদানি করা হয়েছে। তাছাড়া ২০১১ সালে ৩৮ শতাংশ, ২০১২ সালে ২৭ শতাংশ, ২০১৩ সালে ৩৩ শতাংশ, ২০১৪ সালে ৩৮ শতাংশ এবং ২০১৫ সালে ৪৯ শতাংশ কটন আমদানি হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ) সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক মেহেদি আলী, সাবেক সভাপতি ও পরিচালক মোহাম্মাদ আইয়ুব উপস্থিত ছিলেন। এসআই/জেএইচ/এমএস