দেশজুড়ে

রাতে আশ্রয়কেন্দ্র ঘুরে শুকনো খাবার দিলেন তোফায়েল

ভোলায় উপকূলীয় এলাকার আশ্রয়কেন্দ্র ঘুরেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। সেখানে আশ্রয় নেওয়া মানুষের খোঁজ নেওয়ার পাশাপাশি শুকনো খাবার বিতরণ করেন তিনি।

শনিবার (১৩ মে) রাতে ভোলার পূর্ব ইলিশ, কাচিয়া ও ধনিয়া ইউনিয়নে আশ্রয়কেন্দ্রে যান তোফায়েল আহমেদ। ।

এ সময় তিনি বলেন, দুর্যোগের খবর পেয়ে আপনাদের কাছে ছুটে এসেছি। সবাই নিরাপদে থাকবেন। বিএনপির কাউকে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় না। বিএনপির একটি লোকও মানুষের জন্য একটি টাকাও খরচ করে না। ওরা কেবল সরকারের সমালোচনা করে বেড়াচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এমএস