তরুণী ভক্তদের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ার অভিজ্ঞতা বাংলাদেশি ক্রিকেটারদের জন্য নতুন নয়। এর আগেও দেশে-বিদেশের গ্যালারিতে ‘ম্যারি মি তাসকিন!’, ‘রুবেল, ম্যারি মি!’— এমন প্ল্যাকার্ড দেখা গেছে কয়েকবার। এবার বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই বিয়ের প্রস্তাব পেয়ে গেলেন টাইগারদের গ্লামার বয় সাব্বির আহমেদ। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ হল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট করছিলেন সাব্বির। তখনই গ্যালারি থেকে বাংলাদেশের জার্সি পরা এক তরুণী প্ল্যাকার্ড উঁচিয়ে ধরলেন—‘ম্যারি মি সাব্বির!’ টেলিভিশনের ক্যামেরায় যখন সেই তরুণীকে দেখাল, মুখে হাসি।বিয়ের প্রস্তাব পেলেও এ ম্যাচে জ্বলে উঠতে পারেনি সাব্বিরের ব্যাট। ১৫ বলে মাত্র ১৫ রান করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান সাব্বির।এমআর/এমএস