বিশেষ প্রতিবেদন

অসৎ মানুষ অসৎ কাজ, শত ধিক্কার শত লাজ

ছড়া-ছন্দে নীতি ও স্বাস্থ্যকথা তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নৈতিকতা কমিটি। স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম এ কমিটির আহ্বায়ক। বাংলা বর্ণমালার আদি ‘অ’ অক্ষর থেকে শুরু করে শেষ অক্ষর ‘চন্দ্রবিন্দু’ পর্যন্ত অক্ষর দিয়ে ছড়া-ছন্দে বিভিন্ন নীতি ও স্বাস্থ্যকথা তৈরি করা হয়েছে। স্বাস্থ্য সেক্টরে কর্মরত চিকিৎসক কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব ও কর্তব্য পালনে নানা উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে এটি তৈরি হয়েছে।স্বরবর্ণের ছড়াছন্দে ক্রমানুসারে বলা হয় - ‘অ-তে অসৎ মানুষ অসৎ কাজ, শত ধিক্কার শত লাজ। আ-তে আলস্যে অশ্রদ্ধা, শ্রমে অনুরাগ, কর্মঠ হও, দূর কর সব লাজ। ই-তে ইলেকট্রনিক স্বাস্থ্যসেবা, বাদ রইল কোথায় কেবা? ঈ-তে ঈর্ষা করা ভাল নয়, সুজন মানুষ তাইতো কয়। উ-তে যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি, এটাই হোক সবার প্রতিশ্রুতি। ঊ-তে উষার আগে উঠবো জেগে আমি, করবো কাজ সময়টাতো দামি। ঋ-তে ঋজু মানুষ উচ্চ করে শির, তাই তো বলি বীর বাঙ্গালি বীর। এ-তে একতাই শক্তি একতাই বল, রইবোনা একা আর, চলরে তোরা চল। ঐ-তে ঐশ্বর্য চাই নৈতিকতার, প্রতিষ্ঠা হোক সততার। ও-তে ওভাই, ওবোন কইগো সকল, সৎ মানুষের কাছে হইতো শীতল। ঔ-তে ঔষধ খাব নিয়ম মেনে স্বাস্থ্য বিধান নেব জেনে।আবার ব্যঞ্জনবর্ণেও ছড়া-ছন্দে বলা হয়; ক- তে শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ। খ-তে খাব পথ্য ঔষধ নিয়ম মতন, ডাক্তারের কথায় হবে রোগ প্রশমন। গ-তে গর্ব মোদের দেশের জন্য, কর্ম করে হই ধন্য। ঘ-তে ঘুম আনে শান্তি, দূর করে যত ক্লান্তি, ঘুম মানে নিমগ্ন ও নির্ভার, সুস্বাস্থ্যের প্রেসক্রিপশন সহজ ও সুন্দর। তবে বেশি ঘুম ভাল নয়, জ্ঞানী গুণী তাইতো কয়। ঙ-তে রঙ দিয়ে জয় নয়, সঙ দেখলে ভয় হয়। চ-তে চুরি করা অপরাধ জেনে রেখো ভাই, ক্ষমা নাই তার ক্ষমা নাই। ছ-তে ছেলেমেয়ে বিভেদ নয়, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে দেশের মঙ্গল হয়। জ-তে জগতজুড়ে সেই মানুষই ভাল, অন্ধকার দেয় যে কেবল কালো, ঝ-তে ঝড় ঝঞ্জা জীবনে আসবে, সত্যকে মেনে নিতে হবে।ট-তে টাকার জন্য চাই সৎপথ, এতে নেই ভিন্ন কোন মত। ঠ-তে ঠক হতে ভাই সাবধান, রাখে না সে দেশ ও দশের মান। ড-তে ডাক্তার তিনি সজ্জন, সেবা দিয়ে করে অর্জন, টাকা কড়ি বড় নয়-সেবাটাই মুখ্য, যতনেতে দূর হয় রোগীদের দুঃখ। ঢ-ঢাল হচ্ছে সততা, দেয় সুরক্ষা আর নিরাপত্তা। ণ-তে ণ ও ন এর পার্থক্য, জেনে নেই বিধিবিধান, মনে রেখো ভাষা শহীদের অবদান। ত-তে তথ্য পাবে জনগণ, তবেই নিশ্চিত উন্নয়ন। থ-তে থর থর কাঁপে মানুষ যে অসৎ, জানে সে পরিণাম অতি নির্মম। দ-দুর্নীতির বিরুদ্ধে লড়বো, দেশটাকে সবাই মিলে গড়বো। ধ-তে ধন কি কোন কাজে লাগে, মান যদি নাইবা থাকে। ধ-তে ধূমপানে বিষপান, নেশার চাই অবসান। ন-তে নারী ও শিশু সবার আগে স্বাস্থ্যসেবায় প্রাধান্য পাবে।প- প্রতিবাদেও জন্য সাহস চাই, সাহস ছাড়া জীবন নাই। ফ-তে ফল ও সব্জিতে খনিজ ও ভিটামিন, পুষ্টি প্রাণ শক্তি অন্তহীন। ব-তে বিজয় পতাকার সম্মান, রাখবই রাখব যাক সে তুচ্ছপ্রাণ। ভ-তে ভেজাল ওষুধ বন্ধ, অসৎ মানুষ জব্দ। ম-তে মাতৃমৃত্যু রুখিবার, আছে দৃঢ় অঙ্গীকার।য-তে যে কেউ জানাতে পারে দুর্নীতির সংবাদ, আইনের শক্তি, আইনের আর্শীবাদ। র-তে রোগী যখন বেদনায় কাতর, সেবা চাই তখন নিরন্তর। ল-তে লাল সবুজ ঔষধে সরকারের ভালবাসা, সুস্থ সমৃদ্ধ জাতি, এই আমাদের আশা। শ-তে শিশুর জন্য নিরাপদ আগামীর রচনা, এটাই হউক সবার সাধনা। ষ-তে ষড়রিপু করবো জয়, নৈতিককতার নাই ক্ষয়।স-তে সরকারি সম্পত্তি, সরকারি রতন, করি রক্ষণ, করি যতন। হ-তে হাতের মুঠোয় স্বাস্থ্য সেবা এখন, ডাক্তারের পরামর্শে টেলিফোন আছে যখন। ড়-তে বড় যদি হতে চাও ছোট হও তবে, ক্ষুদ্র এ জীবনে অমিত শক্তি তবে। ঢ়-তে দৃঢ়  মানুষ একলা পথে হাঁটে, তাকে দেখে দশটা মানুষ জাগে। য়-তে ন্যায়ের পথে থাকবে যদি, অন্যায় অপরাধে আনবে শুদ্ধি। ৎ-তে হারজিত চিরদিন থাকবে, জীবনের সত্যতা মানবে।ঁ-তে  বাঁচিতে বাঁচাতে মনুষ্য প্রাণ, শরীরে চাই, স্বাস্থ্যেও মঙ্গল বিধান।নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের একাধিক কর্মকর্তা বলেন, বিলম্বে হলেও ব্যতিক্রমধর্মী এ উদ্যোগটি গ্রহণের ফলে স্বাস্থ্য বিভাগের হাজার হাজার কর্মচারী অন্তত ভাল কিছু নীতি উপদেশ সম্পর্কে ওয়াকিবহাল হবে। এগুলো মনে থাকলে স্বাস্থ্যসেবা প্রদানের মান নিশ্চিত উন্নতি হবে বলে ওই কর্মকর্তারা মন্তব্য করেন।এমইউ/জেএইচ/এসএইচএস/আরআইপি