দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলায় আট বছরের দুই শিশু মনির ও কাজল নিহত হয়েছে। বুধবার দুপুরে এ পৃথক দুইটি ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে সৈয়দপুর সড়কের টেক্সটাইল বাজারে আব্দুল হান্নানের কাপড়ের দোকানের সামনে খেলছিল তার আট বছরের ছেলে মনির। এসময় মনিরের হাতে থাকা একটি খেলনার চাকা সড়কে গেলে সেটি সে আনতে যায়। এসময় নীলফামারী থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা এসএম এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি বাস (বগুড়া-ব-১৫৩৬) তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে, দুপুর দেড়টার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের পশ্চিম আইসঢাল পানাতিপাড়া গ্রামে   ইটভাটার মাটিবোঝাই একটি মাহিন্দ্র ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় কাজল নামের আট বছরের এক শিশু। সে ওই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী কহিদুল ইসলামের মেয়ে।          জাহেদুল ইসলাম/এআরএ/এবিএস