মেধাভিত্তিক শিল্পের জন্য আলাদা শ্রম আইন করা এবং বাংলাদেশে ডিজিটাল ডিভাইস উৎপাদনে প্রণোদনার বিষয়ে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নর্সের প্রথম বৈঠকে এ আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। এ ব্যাপারে তিনি বলেছেন, সভার প্রথম সুখবরটি হলো- আরও অনেকগুলো জায়গার পাশাপাশি ময়মনসিংহে ৭.৪ একর জমিতে হাইটেক পার্ক হচ্ছে। ময়মনসিংহে আয়োজিত ২০১১ সালের উদ্ভাবনী মেলায় এটি আমার প্রস্তাবনা ছিল। সেটি এখন বাস্তবায়নের পথে।মোস্তাফা জব্বারের দুটি প্রস্তাবে প্রধানমন্ত্রীর সম্মতি দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার মধ্যে একটি ছিল বাংলাদেশে ডিজিটাল ডিভাইস উৎপাদনে প্রণোদনা এবং দ্বিতীয়টি হচ্ছে মেধাভিত্তিক শিল্পের জন্য আলাদা শ্রম আইন করা। সভায় সরকারি বা বেসরকারি উদ্যোগে পার্ক স্থাপন ও পার্কের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা, উন্নয়ন সম্পর্কে কার্যকর পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। কালিয়াকৈর হাইটেক পার্কের সমাপ্ত ও চলমান কাজের অগ্রগতি এবং জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক ও মহাখালী আইটি ভিলেজের বর্তমান অবস্থা তুলে ধরা হয়। পাশাপাশি যশোরের সফটওয়্যার টেকনোলোজি পার্ক, সিলেটের ইলেকট্রনিক্স সিটি, রাজশাহীর বরেন্দ্র সিলিকন সিটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।আরএম/এআরএস/আরআইপি