তথ্যপ্রযুক্তি

এপ্রিলেই আসছে মাইক্রোসফটের লুমিয়া ৬৫০

আগামী মাসেই প্রযুক্তি বাজারে যোগ হচ্ছে মাইক্রোসফটের নতুন আরেকটি মডেল লুমিয়া ৬৫০। উইন্ডোজের নতুন ভার্সন উইন্ডোজ ১০ ইতোমধ্যে পিসি বা ল্যাপটপের জন্য বেশ সাড়া জাগিয়েছে। নতুন এই ফোনটির অপারেটিং সিস্টেমেও থাকবে উইন্ডোজ ১০।ভেঞ্চারবিট নামে একটি ওয়েবসাইট দাবি করছে, পুরনো ফোনগুলোর আপডেট একসঙ্গে পাওয়া যাবে না। তবে প্রতিষ্ঠানটি আপডেট ভার্সনটি ক্রমান্বয়ে সব মোবাইল ফোনের জন্য উন্মুক্ত করবে। তবে খুব দ্রুত যেসব ফোনে আপডেট আসছে সে ফোনগুলো হলো লুমিয়া ৫৩৫, ৬৩৫, ৮৩০, ৯৩০ এবং লুমিয়া ১৫২০।আপডেটগুলোতে ওভার দ্য এয়ার (ওটিএ) সুবিধায় পাওয়া যাবে না। মাইক্রোসফট ফোনগুলোর আপডেট অ্যাকটিভ উপায়ে দেয়ার চিন্তা করছে। মাইক্রোসটের দাবি, লুমিয়া ৬৫০ প্রযুক্তি বাজারকে নাড়াচাড়া দেবে।আরএম/বিএ