খেলাধুলা

যে কারণে ভারতে যায়নি আফ্রিদিরা

টি২০ বিশ্বকাপে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ে ভারতে যায়নি পাকিস্তান ক্রিকেট দল। বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠির হুমকির প্রেক্ষিতে খেলোয়াড়দের পাঠানো হয়নি বলে জানিয়েছে পিসিবি।এদিকে, নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানের আবেদনের প্রেক্ষিতে ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু ধর্মশালা থেকে পরিবর্তন করে কলকাতার ইডেন গার্ডেনে নির্ধারণ করা হয়েছে। ফলে পাকিস্তান দলের সফর নিয়ে কোন সংশয় নেই বলে মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)।পিসিবি জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বা সে দেশের সরকারের কাছ থেকে পাকিস্তান তাদের দলের জন্য নিরাপত্তার গ্যারান্টি চায়। কিন্তু তারা এখনো লিখিত কোনো জবাব পায়নি।পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, তাদের দলের ওপর বিভিন্ন রাজনৈতিক দলের সুনির্দিষ্ট হুমকি রয়েছে। এই বিষয়ে ভারত নিরাপত্তা নিশ্চয়তা না দেয়া পর্যন্ত দেশ ছাড়ছে না আফ্রিদিরা।এর আগে পাকিস্তানের একটি নিরাপত্তা-প্রতিনিধি দল ভারতে আফ্রিদিদের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকারের কাছে নেতিবাচক প্রতিবেদন জমা দেয়। এরই প্রেক্ষিতে আইসিসির কাছে ধর্মশালার পরিবর্তে ম্যাচের ভেন্যু পরিবর্তনের আহ্বান জানায় পিসিবি। শেষ পর্যন্ত পাকিস্তানের আবেদন মঞ্জুর করে আইসিসি।আরএ/এএইচ/আরআইপি