দেশজুড়ে

অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড

গাজীপুরে অস্ত্র মামলায় এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ইকবাল হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি আব্বাস আলী (৩৮) গাজীপুর মহানগরীর টেকনগ পাড়া এলাকার আক্কাস আলী ওরফে আমজাদ আলী ওরফে ফালাইনার ছেলে।গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, ১৯৯৯ সালের ৯ সেপ্টেম্বর সকালে চান্দনা চৌরাস্তা সংলগ্ন নিরিবিলি হোটেলের সামনে ঢাকা-ময়মনসিংহ সড়কের ট্রাক স্ট্যান্ড এলাকা থেকে ছয় রাউন্ড গুলি ভর্তি একটি দেশীয় রিভলবারসহ আব্বাস আলীকে আটক করা হয়। এ ঘটনায় ট্রাফিক সার্জেন্ট মীর নজরুল ইসলাম বাদী হয়ে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন ওই বছরের ২২ ডিসেম্বর আসামি আব্বাস আলীর বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন। এ ঘটনায় ১৮৭৮ সালের আর্মস এ্যাক্ট ১৯ এ এবং ১৯ (১) ধারায় দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার আসামি আব্বাস আলীকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।আমিনুল ইসলাম/এফএ/পিআর