নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে হংকং। এশিয়া কাপের বাছাইপর্বের ম্যাচে দু দল মুখোমুখি হয়েছিল। সেবার আফগানিস্তান শেষ হাসি হেসেছিল তবুও এশিয়া কাপে খেলার সুযোগ হয়নি আফগানদের। এ রিপোর্ট লেখা পর্যন্ত হংকংয়ের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১২ ওভারে ৭৪ রান। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ১৪ রানে হেরেছিল হংকং। অন্যদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ১৪ রানে জিতেছিল আফগানিস্তান। ইতোমধ্যে স্কটল্যান্ড জিম্বাবুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আজকে আফগানিস্তান জিতলেই হংকংয়ের বিদায় নিশ্চিত হয়ে যাবে। জিম্বাবুয়ে এবং আফগানিস্তান থেকে একটি দল তখন সুপার টেনে উত্তীর্ণ হবে। এসপি/এমআর/পিআর