দেশজুড়ে

সাতখুন মামলার প্রথম তদন্ত কর্মকর্তা এসআই ফজলুল হকের ইন্তেকাল

নারায়ণগঞ্জের আলোচিত সাতখুন মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলুল হক তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে------রাজিউন)। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এসআই ফজলুল হক তালুকদার নারায়ণগঞ্জের আলোচিত সাতখুন মামলার প্রথম তদন্তকারী অফিসার ছিলেন। তিনি ওই মামলার একজন সাক্ষীও।নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, এসআই ফজলুল হক তালুকদার দেশের বিভিন্ন জেলায় সততার সহিত দায়িত্ব পালন করে আসছিলেন। আলোচিত সাতখুন মামলার তদন্তকারী অফিসার ছিলেন তিনি।পরে জেলার সকল অফিসার একযোগে বদলি হওয়ার পর তিনিও নেত্রকোনা জেলায় বদলি হন। পরে তিনি ঢাকা ডিএমপিতে বদলি হন। শেষ কর্মস্থল ছিল রাজধানীর বাড্ডা থানা।দায়িত্বরত অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এখানেই তিনি মারা যান।গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় তার দাফন সম্পন্ন করা হয়েছে।শাহাদাত হোসেন/বিএ