দেশজুড়ে

এই সরকারের দিন শেষ: শিমুল বিশ্বাস

বর্তমান সরকারের দিন শেষ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। শুক্রবার (২৬ মে) বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন চত্ত্বরে জেলা বিএনপির সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

শিমুল বিশ্বাস বলেন, এই সরকারের বিরুদ্ধে বহির্বিশ্ব কথা বলতে শুরু করেছে। তারা নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে। তাই আপনাদের বুঝতে হবে সরকারের হাওয়া পরিবর্তন হচ্ছে। এই সরকারের দিন শেষ।

আরও পড়ুন: কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে হামলার অভিযোগ, নিপুণ রায় আহত

এসময় তিনি দলের নেতাকর্মীদের আন্দোলন আরও জোরালো করার আহ্বান জানান।

শিমুল বিশ্বাস অভিযোগ করেন সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে বাধা দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ সমাবেশ বন্ধ করার জন্য জেলার অনেক নেতাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা এসব হামলা মামলার ভয় পায় না। সমাবেশস্থলে প্রবেশের বিভিন্ন স্থানে পুলিশ আমাদের নেতাকর্মীদের বাধা দিচ্ছে। তবুও সমাবেশস্থলে নেতাকর্মীদের আসা থামাতে পারেনি। আমরা সমাবেশ করেছি।

আরও পড়ুন: নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, বিএনপি নেত্রী সিমকি ইমাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এম এ মালেক/জেডএইচ/এএসএম