জাতীয়

ক্যাবল অপারেটরকে গুলি : এএসআই শামীম বরখাস্ত

রাজধানীর খিলগাঁওয়ে এক ক্যাবল অপারেটরকে গুলির অভিযোগে বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম রেজাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর খিলগাঁও নন্দিপাড়ায় আল-আমিন (১৮) নামে এক ক্যাবল অপারেটরকে গুলি করেন এএসআই শামীম। এই ঘটনায় শামীমকে আটকও করেছিল খিলগাঁও থানা পুলিশ।শামীমকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।তিনি জাগো নিউজকে বলেন, শুক্রবার সকালে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় বকেয়া বিল পরিশোধ নিয়ে বিতণ্ডা হয়। ওই ঘটনায় আল আমিন নামে এক ক্যাবল অপারেটরকে শামীম গুলি করেন- এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে ঘটনার প্রাথমিক সত্যতার ভিত্তিতে ডিএমপির লালবাগ বিভাগের যুগ্ম-কমিশনার মফিজউদ্দিন আহমেদ এএসআই শামীম রেজাকে সাময়িক বরখাস্ত করেন।এর আগে দুপুরে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম জানিয়েছিলেন, ক্যাবল ব্যবসার বিল পরিশোধকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে। তার (শামীম রেজা) কাছ থেকে পিস্তলটিও জব্দ করা হয়েছে। ওই ঘটনায় আহত ডিশ ব্যবসায়ীকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জেইউ/এনএফ/এমএস