মার্চ মাস থেকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ কমিটির এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।মন্ত্রী বলেন, যে সকল মা-বোনেরা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন, তাদের আমরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছি। তালিকাভুক্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের গত বছরের জুলাই মাস থেকে এই মার্চ পর্যন্ত বকেয়া ভাতা প্রদান করা হবে। এরপর থেকে মুক্তিযোদ্ধারা যে হারে ভাতা পান সে হারেই বীরাঙ্গনাদেরও ভাতা দেয়া হবে।তাছাড়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাসে সমৃদ্ধ করতে পাবলিক সার্ভিস (বিসিএস) পরীক্ষায় ১০০ নম্বরের প্রশ্ন রাখা হবে বলেও জানান মন্ত্রী।তিনি বলেন, একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরিতে প্রবেশ ঠেকাতে এখন থেকে যারা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাবেন তাদের নাম-ঠিকানার একটি কপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে। একটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, একটি জনপ্রশাসন মন্ত্রণালয় এবং একটি মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে থাকবে। যাতে করে যিনি চাকরি পেলেন, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কি-না তা চিহ্নিত করা যাবে।মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য বেনজীর আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী, মো. মাসুদুল করিম অরিয়ন,অভিনেত্রী কোহিনূর রহমান কেয়া প্রমুখ।এএস/এসকেডি/আরআইপি