সড়ক পরিবহন আইনের খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে আগামী এপ্রিলে জাতীয় কর্মশালা আয়োজন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রোববার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে পরিবহন খাতের বিভিন্ন সমস্যাদি পর্যালোচনা বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভাশেষে সাংবাদিকদের একথা জানান তিনি।এ কর্মশালায় সড়ক পরিবহন খাত সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, এনজিও, বুদ্ধিজীবী, আইনজ্ঞসহ অংশীদারদের মতামত গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী। সভায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন।এসময় সেতুমন্ত্রী জানান, সড়ক-মহাসড়কে চলাচলকারী যানবাহনে স্টিকার স্থাপনের ইতোপূর্বে গৃহিত সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। যে সকল যানবাহনের রেজিস্ট্রেশন, মালিকানা, যানবাহন কর, ফিটনেসসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রাদি হালনাগাদ থাকবে সে সকল যানবাহনকে স্টিকার প্রদান করা হবে। এ স্টিকার প্রতিটি যানবাহনের সামনের আয়নায় স্থাপন করতে হবে।তিনি অারো জানান, আজকের সভায় ট্রাক, কাভার্ড ভ্যানের চেসিসের আয়তন অবৈধভাবে বৃদ্ধিরোধসহ বিভিন্ন অনিয়ম বন্ধে এলজিআরডি প্রতিমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ৩০ এপ্রিল এর মধ্যে প্রয়োজনীয় সুপারিশমালাসহ প্রতিবেদন জমা দেবে। কমিটিতে বুয়েট, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সড়ক ও জনপথ অধিদফতর, বিআরটিএ, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিগণ থাকবেন বলেও জানান তিনি।সভায় অন্যান্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব, বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।এসএ/এসকেডি/পিআর