দেশজুড়ে

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবনাতলায় প্রায় দুই ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখা হয়। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেয়ায় যান চলাচল স্বাভাবিক হয়। সোমবার রাতে ভাঙ্গা পৌরসভা নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ অবরোধের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থকদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকদের সোমবার রাতে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে ভাঙ্গা পৌর এলাকাসহ আশপাশের এলাকায় সকাল থেকেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কার ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকরা রাস্তায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। ফলে দু’পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরিদপুর জেলা সদর ও পাশের জেলা থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। রাস্তার ওপর গাছের গুড়ি ফেলে এ অবরোধ সৃষ্টি করায় দীর্ঘ যানজট ও জনদুর্ভোগ দেখা দেয়। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে অবরোধ তুলে নেয়ার সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত, আগামী ২০ মার্চ ভাঙ্গা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।  এস.এম. তরুন/এসএস/এমএস