মাদারীপুরের শিবচরে ঘরের আলমারি থেকে গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর এলাকার জয়নাল আবেদীনের বাড়ি থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, জয়নাল আবেদীনের ঘরের আলমারির মধ্যে একটি গ্রেনেড রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে শিবচর থানার এসআই মিলন কুমার হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে আলমারির ভেতর তল্লাশি করে একটি পুরাতন গ্রেনেড উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল আবেদীন পুলিশকে জানিয়েছেন, পুকুর খনন করতে গিয়ে গ্রেনেডটি পেয়ে তিনি আলমারির ভেতর রেখে দেন। এটির সামনের অংশ ক্লিপ দিয়ে লাগানো ও মরিচা ধরেছে।
আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ