আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা দেশে নাশকতা সৃষ্টি করলে তাদেরকে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। মঙ্গলবার সকালে রাজশাহী যুবলীগের সম্মেলনে যাওয়ার পথে সাভার বাজার বাসস্ট্যান্ড সিটি সেন্টারের সামনে এক পথসভায় যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপির যুগ্ম-মহাসিচব রুহুল কবির রিজভী আসন্ন ইউনি নির্বাচন উপলক্ষে মিথ্যাচার করে বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন। রিজভী সাহেব রাতে থাকেন কোথায়? খান কোথায়? ঘুমায় কোথায়? এটি কেউ জানে না। আর বিএনপি নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র মিথ্যাবাদী। আগে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী দলের লোক হয়েও চোরাগোপ্তাভাবে ইউপি নির্বাচনে অংশ নিতো। এখন সে উপায় নেই। এখন দলীয়ভাবেই নির্বাচনে অংশ নিতে হয়। কোন উপায় না পেয়ে তিনি (খালেদা জিয়া) প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছেন। এখন ইউপি নির্বাচনেও অংশ নিচ্ছেন। যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু মাঠ গরম করলে চলবে না জনগণের মন জয় করতে হবে। ২০১৯ সালের আগে বাংলাদেশে কোন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। সেই নির্বাচনও শেখ হাসিনার অধীনে হবে। নির্বাচনে আসতে হলে খালেদা জিয়াকে এত দিন অপেক্ষা করতে হবে। পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মন্ডলসহ স্থানীয় যুবলীগ নেতারা। আল-মামুন/জেএইচ/পিআর