রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটা পড়ে তরিকুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর মতিহার থানাধীন মেহেরচণ্ডি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এটি একটি অরক্ষিত রেলক্রসিং ছিল।নিহত তরিকুল ইসলামের বাড়ি মেহেরচণ্ডি এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানান, অসাবধানতাবশত অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি কমিউটার ট্রেনে কাটা পড়েন তরিকুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা জিআরপি থানায় খবর দিলে রাজশাহী জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তারা তরিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।জিআরপি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।শাহরিয়ার অনতু/এফএ/পিআর