মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটে। এতে অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বুধবার (৫ জুলাই) সকালে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকায় এ সংঘর্ষ ঘটে। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর দুজনকে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বাবুল হাওলাদার ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান দর্জির সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। মাঝেমধ্যেই হামলা ও সংঘর্ষের ঘটনাও ঘটে।
এরই জেরে বুধবার সকালে ভদ্রখোলা এলাকায় দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষে কয়েকটি দোকানঘর ভাঙচুর ও লুটপাটসহ অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধারসহ দুজনকে আটক করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে প্রায় এ ধরনের ঘটনা হয়ে থাকে। এতে সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়। এ দ্বন্দ্বের স্থায়ী সমাধান দরকার।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জাগো নিউজকে বলেন, ঘটমাঝি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
আয়শা সিদ্দিকা আকাশী/এসজে/জেআইএম