সাতক্ষীরার শ্যামনগরে মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আব্দুর রহিম (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামে এঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুর রহিম খুলনা জেলার কয়রা উপজেলার বেদকাশী (কাঠমারচর) গ্রামের মো. সাহেব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ঈদুল আজহার পর খুলনার কয়রা থেকে খলিশাবুনিয়া গ্রামে মায়ের সঙ্গে মামার বাড়িতে আসে শিশু আব্দুর রহিম। বৃহস্পতিবার দুপুরে পুকুর পাড়ে খেলার সময় সবার অজান্তে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে বিকেলে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেলী আফরোজা তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আহসানুর রহমান রাজীব/এফএ/এমএস