ক্যাম্পাস

ঢাবি শিক্ষার্থীর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে আলটিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরুল ইসলামের ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এসময় বিক্ষোভকারীরা দোষীদের শাস্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের সময় বেঁধে দেন। মানববন্ধনে  তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন শেষে ক্যাম্পাসে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মানববন্ধন থেকে ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবুল বাশার নাহিদ ঘোষণা দেন, নুরুল ইসলামের ওপর যে সকল নামধারী শিক্ষার্থী হামলা করেছে তাদেরকে ৭ দিনের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা ক্লাস বর্জনসহ কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হবো। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় একটি প্রগতিশীল মত প্রকাশের স্থান। যখন চতুর্থ বর্ষের একটা শিক্ষার্থী আইডি কার্ড দেখানোর পরেও তার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয় তখন কোথায় থাকে আমাদের সেই প্রগতিশীল চিন্তা চেতনা।উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় নুরুল ইসলাম তার বান্ধবীকে নিয়ে বটতলায় নাটক দেখছিলেন। এসময় স্যার এ এফ রহমান হলের প্রথম বর্ষের কয়েকজন ছাত্রলীগ কর্মী তার পরিচয় জানতে চায় এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখাতে বলে। নুরুল ইসলাম পরিচয়পত্র দেয়ার পরেও তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়। এতে নুরুল ইসলামের মাথা ফেটে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথায় আঠারটি সেলাই দেয়া হয়।এমএইচ/একে/এমএস