তথ্যপ্রযুক্তি

বাংলালিংকের বায়োমেট্রিক যন্ত্র ব্যবহার করবে টেলিটক

রাষ্ট্রীয় মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক সিম নিবন্ধন ও যাচাইকরণে মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের বায়োমেট্রিক যন্ত্র ব্যবহার করবে।বুধবার সচিবালয়ে বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস ও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।তারানা হালিম বলেন, ‘নিয়মানুযায়ী সিম রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশনে ছোট অপারেটরগুলো বড় অপারেটরের ডিভাইস ব্যবহার করতে পারবে। টেলিটক ছোট অপারেটর, তাদের বায়োমেট্রিক ডিভাইস কম। এজন্য এর গ্রাহকরা সমস্যায় ছিলেন।এ চুক্তির ফলে টেলিটকের গ্রাহকরা বাংলালিংকের বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে সিম নিবন্ধন ও ভেরিফিকেশন করতে পারবে বলেও জানান তিনি।এএস/একে/পিআর