বিশেষ প্রতিবেদন

নোংরা পানিতে শিশুদের উচ্ছ্বাস!

বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে প্রকৃতির তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। কদিন আগেও যেখানে শৈত্য প্রবাহ মোকাবিলায় সবার প্রস্তুতি ছিলো এখন সবার চিন্তা কিভাবে ঠান্ডায় থাকা যায়। গ্রামের মতো শহরে যেখানে সেখানে পুকুর, খাল বিল বা জলাশয় নেই যে ইচ্ছে হলেই কেউ ডুব দিবেন বা পানিতে ভিজে শীতল অনুভূতি নিবে। সম্প্রতি সন্ধ্যায় রাজধানীর রামপুরা হাতিরঝিল সংলগ্ন এলাকায় একটি ব্রিজের নীচে বেশ কয়েকজন শিশু-কিশোরকে দেখা যায়। ব্রিজের নীচে যে নোংরা পানির স্রোত বয়ে চলছে সেখানে কয়েকজন শিশু-কিশোর গোসল করছে। কেউ বা বিভিন্ন ঢংয়ে মোবাইলে ছবি উঠাচ্ছে। দেখতে খুবই নয়নাভিরাম। এ দৃশ্য দেখে যে কারোরই ছেলেবেলার স্মৃতি ভেসে উঠতে পারে। প্রায় সকাল থেকে সন্ধ্যা নাগাদ শিশু-কিশোরদের দেখা যায় এই নোংরা পানিতে মাতামাতি করতে। শিশু-কিশোরদের দেখে কারো মনে হতে পারে সবার বাসা বোধ হয় আশপাশেই হবে। কিন্তু সে চিন্তা করলে আপনি একদম ভুল করছেন। কারণ কয়েকজনের সঙ্গে আলাপ করে যা জানা গেলো তা চিন্তারও বাহিরে। রাজু নামে ১২ বছরের একজনের সঙ্গে কথা হয়। সে বাবা মার সঙ্গে উত্তর বাড্ডা এলাকায় থাকে। রাজুর বাবা একটা জুতা কারখানায় কাজ করে। রাজুদের গ্রামের বাড়ি বরিশালে। রাজু জানায়, তাদের বাসায় পানি নেই, পানির অভাবে সে উত্তর বাড্ডা থেকে রামপুরা ব্রিজের নীচে গোসল করতে এসেছে। নোংরা পানিতে গোসল করলে অসুখ বিসুখ হতে পারে এমন প্রশ্নে সে জানায়, এই পানিতে গোসল করলে দারুন লাগে।আরেক শিশু সুমনও সন্ধ্যার পরই পানির সঙ্গে মিতালি করতেই যেন সেই মালিবাগের শান্তিনগর থেকে এসেছে নোংরা পানির এই ঝরনাতে। সে জানায়, প্রায় সময় সে গোসল করতেই এখানে চলে আসে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের পরিচালক ডা. আবদুর রহমান জাগো নিউজকে বলেন, নোংরা পানিতে গোসল করার কারণে অনেক রোগ দেখা দিতে পারে। তবে যেসব শিশু না জেনে এসব পানিতে হরহামেশাই গোসল করছে তাদের প্রতি সচেতন হওয়ার জন্য বাবা-মায়ের প্রতি আহ্বান জানান তিনি।এমএম/জেএইচ/পিআর