চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যদিয়ে শেষ হয়েছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনে সৈয়দ ফরিদ আহমেদ সভাপতি ও হাফিজুর রহমান হাফিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জেলা সার্কিট হাউজ মাঠে বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে আটটায় কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণার সময় সাধারণ সম্পাদক কে হবেন, তা নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা, চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী খালিদ মন্ডলের দুজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি। পরে উপস্থিত কেন্দ্রীয় নেতারা দ্বন্দ্ব মিটিয়ে সবার মতামতের ভিত্তিতে কমিটি ঘোষণা করেন।
আরও পড়ুন: বিএনপির এক দফায় সাধারণ মানুষের সমর্থন নেই: নাছিম
এর আগে বিকেল ৩টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজ সংলগ্ন মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুরু হয়। ত্রি-বার্ষিক এ সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনের শুরুতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের দুই সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। এতে সৈয়দ ফরিদ আহমেদ সভাপতি ও হাফিজুর রহমান হাফিজ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন কেন্দ্রীয় নেতারা।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল জাগো নিউজকে জানান, সম্মেলনস্থলে একটু ঝামেলা হয়েছিল। তবে পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী খালিদ মন্ডলের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
সদ্য কমিটির বিদায়ী আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, তেমন কোনো ঝামেলা হয়নি। স্লোগানের সময় মঞ্চের সামনে একটু ঠেলাধাক্কা হয়েছে। অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্মেলন সম্পন্ন হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এ ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলি আজগর টগর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ প্রমুখ।
এতে প্রধান বক্তা ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। সম্মেলন পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মনজু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ প্রমুখ।
হুসাইন মালিক/এমকেআর/জিকেএস