বিএনপির এক দফায় সাধারণ মানুষের সমর্থন নেই: নাছিম
সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির যে ‘এক দফা’ বিএনপি দিয়েছে তাতে দেশের সাধারণ মানুষের কোনো সমর্থন নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেছেন, তারা (বিএনপি) বারবার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। দেশের সম্পদ লুণ্ঠন করেছে। এ অশুভ শক্তি, অশুভ রাজনীতিকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। আওয়ামী লীগেরও এক দফা, সেটি হলো শেখ হাসিনার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন। সে নির্বাচনে যারা বাধা দেওয়ার চেষ্টা করবে, তাদের রাজপথে মোকাবিলা করা হবে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম আরও বলেন, আমাদের মানুষের আশার বাতিঘর শেখ হাসিনা। শেখ হাসিনার শক্তিই বাংলাদেশের মানুষের ভালোবাসা। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় নির্বাচন চাই।
সম্মেলনে সৈয়দ ফরিদ আহমেদকে সভাপতি ও হাফিজুর রহমান হাফিজকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। ওইদিন বিকেল ৪টায় চুয়াডাঙ্গার সার্কিট হাউস সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মেলনের প্রথম পর্বে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। প্রধান বক্তা ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান মতির পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাসির উদ্দিন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাকিল আহমেদ জুয়েল, ঢাকা উত্তর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুমন ও চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি।
এসময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গণু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু প্রমুখ।
হুসাইন মালিক/এমকেআর/জিকেএস