দেশজুড়ে

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নারী শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচি বিদ্যুৎস্পৃষ্টে আছিয়া খাতুন (৩৮) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার ধুকুরিয়া বেড়া দক্ষিণপাড়া মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

আছিয়া খাতুন একই উপজেলার দৌলতপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারী শ্রমিকের মৃত্যু 

পুলিশ ও নিহতের স্বামী এরশাদ আলী জানান, আছিয়া দীর্ঘদিন ধরে ধুকুরিয়াবেড়া গ্রামের আবেদীন মোল্লার বাড়িতে মেশিনে সুতার নলির কাজ করছেন। রোববার কাজে গিয়ে মেশিনের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, সুতা তোলার মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

এমএ মালেক/আরএইচ/জিকেএস