ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারী শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে গোলাপী আক্তার (৪০) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গোলাপী আক্তার ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান জানান, ওই ইউনিয়নের কচুবাড়ি বোর্ড অফিস এলাকার সেলিম রেজার একটি মিলে কাজ করতেন গোলাপী আক্তার। কাজ শেষে ধান ক্ষেতের মধ্য দিয়ে গোলাপী ও আয়েশা আক্তার বাড়ি ফিরছিলেন। এসময় হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে গোলাপীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। আহত হন তার সঙ্গে থাকা আয়েশা আক্তার।
তানভীর হাসান তানু/আরএইচ/জিকেএস