ভারতের কাছে হারায় টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ ম্যাচে জিততেই হবে জাহানারাদের। এমন সমীকরণ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে তাদের দেওয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশের মেয়েরা। কিন্তু ইংলিশ মেয়ের বোলিং তোপে শুরু থেকেই দারুণ চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম চার ওভারে এক উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র ৬ রান। প্রথম ওভারেই ক্যাথরিন ব্রান্টের বলে বোল্ড হয়ে ফিরে আসেন সানজিদা ইসলাম।এরপর আন্যা স্রুবসোলের করা ষষ্ঠ ওভারের প্রথম বলেই এডওয়ার্ডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আয়শা রহমান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৭ ওভারে দুই উইকেটে ২৫ রান। ১৭ রান নিয়ে ব্যাট করছেন ফারজানা হক। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে নেমে এক রান যোগ করেছেন রুমানা রহমান।এর আগে বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড দলের অধিনায়ক চারলট এডওয়ার্ডস। ব্যাটিংয়ে নেমে দুই ইংলিশ ওপেনার অধিনায়ক চারলট এডওয়ার্ডস ও টামি বিউমন্ট দারুণ শুরু এনে দেন।দলীয় ৩৪ রানে বিউমন্টকে (১৮) সরাসরি বোল্ড করে ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন বাংলাদেশ দলের অধিনায়ক জাহানারা। এরপর সারাহ টেইলরকে নিয়ে দলের হাল ধরেন বিউমন্ট। তবে দলীয় ৭০ রানে টেইলরকে (৯) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন ফাহিমা খাতুন। এর দুই বল পরেই হেথার নাইটকে (১) ফিরিয়ে দারুণভাবে খেলায় ফিরে আসে বাংলাদেশ।এরপর নাতালি স্কিভারকে নিয়ে দলের হাল ধরেন এডওয়ার্ডস। নাতালির সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ইংলিশ অধিনায়ক। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ করেন তিনি। ৫১ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন এ ইংলিশ ব্যাটসম্যান। এছাড়া স্কিভার ২২ বলে ২৭ রান করেন। বাংলাদেশের পক্ষে জাহানারা আলম ৩২ রান দিয়ে ৩টি উইকেট পান।আরটি/একে/পিআর