দেশজুড়ে

যশোর বোর্ডের ৩ স্কুলে পাস করেনি কেউ

যশোর শিক্ষা বোর্ডের অধীনে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে এবার কেউ পাস করেনি। যদিও দুই হাজার ৫৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠান হলো- যশোরের শার্শা উপজেলার সাড়াতলা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরার তালা উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ও নড়াইলের মুলাদি তালতলা মাধ্যমিক বিদ্যালয়।

আরও পড়ুন: যশোর শিক্ষা বোর্ডে কমেছে পাশের হার-জিপিএ ৫

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ বলেন, শার্শা উপজেলার সাড়াতলা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় থেকে আটজন, সাতক্ষীরার তালা উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন ও নড়াইলের মুলাদি তালতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে তিন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের কেউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

তিনি আরও জানান, গত বছর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। সেটি যশোরের মণিরামপুর উপজেলার গোয়ালদহ খড়িঞ্চা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়া এবছর শতভাগ উত্তীর্ণ হয়েছে ১৯৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত বছর এ সংখ্যা ছিল ৫১৩টি।

মিলন রহমান/আরএইচ/এমএস