দেশের প্রতিটি স্কুলে একজন করে মনোবিজ্ঞানী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার ঢাকায় এক আন্তর্জাতিক মনোবিজ্ঞান সম্মেলনের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি এবং দক্ষিণ এশীয় মনোবিজ্ঞানী সমিতি যৌথভাবে দু’দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।শিক্ষামন্ত্রী তার বক্তৃতায় বলেন , ইভটিজিং, মাদকাশক্তিসহ বিভিন্ন কিশোর অপরাধ প্রশমনে মনোবিজ্ঞানীরা ভূমিকা রাখতে পারেন। কাউন্সিলিং-এর মাধ্যমে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন অস্থিরতা দূর করতেও মনোবিজ্ঞান শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।নাহিদ বলেন ,শারীরিক ও মানসিক সুষ্ঠু বিকাশের মাধ্যমে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মনোযোগী করতে ডিগ্রিপ্রাপ্ত প্রফেশনাল মনোবিজ্ঞানী না পাওয়া গেলে স্কুলে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজনকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষিত করে আপাতত মনোবিজ্ঞানের শিক্ষকের দায়িত্ব দেয়া হবে।‘গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ শিরোনামে এ বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনীতে আরো বক্তৃতা করেন মনোবিজ্ঞানী প্রফেসর হামিদা আক্তার বেগম, প্রফেসর রওশন আলী, প্রফেসর নাসরীন ওয়াদুদ, প্রফেসর আজিজুর রহমান এবং প্রফেসর আনোয়ারুল হাসান সুফি।ইস্কাটনে বিয়াম মিলনায়তনে এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমদ চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হারুন অর রশিদ এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিকও বক্তব্য রাখেন। এসএ/একে/এমএস