দেশজুড়ে

রাঙ্গামাটিতে আগুনে পুড়ে ছাই ৯ দোকান-বসতঘর

রাঙ্গামাটি সদরের কুতুকছড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও বসতঘর পুড়ে গেছে।

বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় কুতুকছড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুকছড়ি বাজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ছোট-বড় ৯টি দোকান ও সংযুক্ত বসতঘর পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, আগুন লাগা সবগুলোই কাঁচাঘর ছিল। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানতে পারিনি।

সাইফুল উদ্দীন/এসআর/জিকেএস