প্রথম ধাপের ৭৩২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু করার জন্য রোববার থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় দুই লাখ পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন সংস্থার ফোর্স মাঠে থাকবে।জানা যায়, ইসির ফোর্স মোতায়েনের পরিকল্পনা অনুযায়ী, পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে প্রতি ইউনিয়নে ১টি করে ৭২১টি মোবাইল ফোর্স ও প্রতি তিন ইউপির জন্য স্ট্রাইকিং ফোর্স রাখা হচ্ছে।অন্যদিকে প্রতি উপজেলায় ২টি করে র্যাবের মোবাইল টিম ও ১টি স্ট্রাইকিং টিম এবং প্রতি উপজেলায় দুই প্লাটুন বিজিবি মোবাইল ও এক প্লাটুন স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে। আবার উপকূলীয় অঞ্চলে প্রতি উপজেলার জন্য কোস্টগার্ডের ২ প্লাটুন মোবাইল ফোর্স ও এক প্লাটুন স্ট্রাইকিং ফোর্স থাকছে। নির্বাচনের দু’দিন আগে থেকে পরে একদিন মোট চারদিনের জন্য নিয়োজিত থাকবে।আর প্রতি উপজেলায় রোববার থেকে একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট ও ৩ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে থাকবেন। যেকোনো নির্বাচনী অপরাধ আমলে নিয়ে শাস্তি দিবেন তারা।এইচএস/এআরএস/এবিএস