দেশজুড়ে

মাদকসহ গ্রেফতার চেয়ারম্যানের ছেলে কারাগারে

মাদারীপুরে দিগন্ত তালুকদার (২৫) নামে এক চেয়ারম্যানের ছেলেকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) সকালে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২০ আগস্ট) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর চৌমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দিগন্ত তালুকদার নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদারের ছেলে।

আরও পড়ুন: মাদকের টাকার জন্য বাবাকে খুন করলেন ছেলে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২০ আগস্ট) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর চৌমাথা এলাকা থেকে গাঁজাসহ দিগন্ত তালুকদারকে গ্রেফতার করা হয়। রাতেই ডাসার থানার এসআই সাহাবুদ্দিন খান বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। পরে সোমবার সকালে তাকে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, আটক দিগন্তের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে দিগন্তকে কারাগারে পাঠানো হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/এএসএম