কৃষি ও প্রকৃতি

আন্তর্জাতিক বন দিবস সোমবার

আন্তর্জাতিক বন দিবস সোমবার (২১ মার্চ)। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।এ উপলক্ষে বাংলাদেশ বন বিভাগ সোমবার সকাল সাড়ে ১০টায় আগারগাঁও বনভবনে এক আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। পরিবেশবাদীরা মনে করেন ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, শিল্পায়ন, কৃষি সম্প্রসারণ ও নগরায়নের ফলে বিশ্বব্যাপী বন ও বনভূমি হ্রাস পাচ্ছে। ধরিত্রীতে জীবের অস্বিত্ব রক্ষার জন্য বন অপরিহার্য। জীবন ও জীবিকার জন্য বন থেকে আমরা খাদ্য, আশ্রয়, ওষুধ, ছায়া, বিনোদন ও বায়ু পাই, তাই দ্রুত পরিবর্তনশীল জলবায়ুর প্রভাব থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে বনের ভূমিকা অপরিসীম। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশসমূহের অন্যতম। বন জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।একে/পিআর