দেশজুড়ে

পিরোজপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী কারাগারে

ইউপি নির্বাচনের মাত্র দুইদিন আগে পিরোজপুরে গাছ চুরির মামলায় ৫নং টোনা ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পিরোজপুর সড়ক বিভাগের দায়ের করা মামলায় রোববার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদার পিরোজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে আদালতের বিচারক মো. কামরুল হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  মামলার বাদী সড়ক ও জনপথ বিভাগের কার্য সহকারী মাহতাব উদ্দিন জানান, হুলারহাট-শ্রীরামকাঠি সড়কে সড়ক বিভাগের মেহগনিসহ অন্তত নব্বইটি বিভিন্ন ধরনের গাছ তিনি কেটে নিয়েছেন, যার মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। সওজের ওই কার্য সহকারী মাহতাব উদ্দিন আরও জানান, আনোয়ারসহ মামলায মোট ১২ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় রোববার আনোয়ার হোসেন আদালতে হাজিরা দিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেন। জেলা জজ আদালতের এপিপি কাজী জাকির হোসেন বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদার ও তার ভাই পিরোজপুর পৌরসভার কাউন্সিলরসহ কয়েকজন মিলে পিরোজপুরের হুলারহাট-শ্রীরামকাঠী সড়ক ধারে থাকা গাছ চুরি করে। তবে আনোয়ারের ছোট ভাই পৌর কাউন্সিলর সরোয়ার হোসেন হাওলাদার দাবি করেন, কর্তনকৃত গাছগলো তাদের নিজেদের লাগানো গাছ। তিনিও এই মামলার আসামি। আসামি আনোয়ার হোসেন উপজেলার টোনা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।   হাসান মামুন/এমএএস/পিআর