দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

ঠাকুরগাঁওয়ে রাণীংশকৈল উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুর রহিম (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম রাণীংশকৈল ভানোর কলমদা এলাকার আবেদ আলীর ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাণীংশকৈল নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কে দ্রুতগামী ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক আব্দুর রহিম মারা যান। স্থানীয় লোকজন পরে আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।রাণীংশকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।রবিউল এহ্সান রিপন/বিএ