দেশজুড়ে

ছুরিকাঘাত করে নারী পর্যটকের সর্বস্ব ছিনতাই

কক্সবাজার শহরের কলাতলীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক নারী পর্যটক গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের আণবিক শক্তি কমিশনের সামনে এ ঘটনা ঘটে।কলাতলীর ডি-ওশানিয়া হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সবুর জানান, আহত নারী তার হোটেলের অতিথি। রাতে ওই নারী তার পরিবারের চার সদস্যকে নিয়ে টমটমযোগে কলাতলীর দিকে আসছিলেন। পথে আণবিক শক্তি কমিশনের সামনে এলে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী যুবক পর্যটকদের গতিরোধ করে সর্বস্ব ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীদের বাধা দিতে গেলে তাদের ছুরিকাঘাতে ওই নারী গুরুতর আহত হন। এ ঘটনায় টমটমচালকও জড়িত বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।ভুক্তভোগীদের বরাত দিয়ে আবদুস সবুর আরো জানান, ঘটনাস্থলের কাছাকাছি আসলে টমটমচালক আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলেন এবং ঘটনার পর আহতদেরকে হাসপাতালে পৌঁছে দিয়ে সে দ্রুত চম্পট দেয়।স্থানীয় সূত্রে জানা যায়, আণবিক শক্তি কমিশন সংলগ্ন ৫১ একর পাহাড়ে সম্প্রতি বেশ কয়েকটি বার্মাইয়া সন্ত্রাসী গ্রুপকে জায়গা দিয়েছে জেলা প্রশাসনের কর্মচারীরা। তাদের সঙ্গে রয়েছে আনসার বাহিনীর কয়েকজন সদস্যও। এরাই রাতের বেলায় শহরজুড়ে ছিনতাই কর্ম করে বলে জানান স্থানীয় এলাকাবাসী।কক্সবাজার সদর থানার অপারেশন অফিসার এসআই আবদুর রহিম বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।সায়ীদ আলমগীর/বিএ