দেশজুড়ে

অজ্ঞাত পরিবহন কেড়ে নিলো মোটরসাইকেল আরোহীর প্রাণ

সাভারের ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অজ্ঞাত পরিবহনের চাপায় শাহজাহান আলী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৩ সেপ্টেম্বর) ভোরে মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শাহজাহান আলী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাংগামোড় এলাকার সেকেন্দার আলীর ছেলে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো পাটবোঝাই ট্রাক

স্থানীয়রা জানান, ভোরে মোটরসাইকেল যোগে ঢাকা থেকে আরিচার দিকে যাচ্ছিলেন শাহজাহান আলী। তার বহনকারী মোটরসাইকেলটি বাথুলি এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন।

মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, ঘাতক পরিবহনটিকে শনাক্তের চেষ্টা চলছে। এরই মধ্যে নিহতের স্বজনদের সংবাদ পাঠানো হয়েছে। তারা আসলে এ বিষয়ে আইনি সিদ্ধান্ত নেওয়া হবে।

মাহফুজুর রহমান নিপু/জেএস/এমএস