“বঙ্গবন্ধুর আমলে ভোট দিয়েছি। এরপর আশির দশকে এরশাদের আমলেও ভোট দিয়েছি। সবমিলিয়ে ভোটকেন্দ্রে এসে ৯ বার ভোট দেয়ার সুযোগ হয়েছে। ভোটের আগে কত অাশ্বাস পেয়েছি। কিন্তু ভোট শেষে কেউ আর মনে রাখেনি।”আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন মুন্সিগঞ্জ সিরাজদিখানের বাসাইল ইউনিয়নের ভোটার বাসিরন। মঙ্গলবার বেলা পৌনে ১১টায় পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নাতনী তুলির সঙ্গে ভোট দিতে এসেছেন তিনি।সুষ্ঠুভাবে এবার ভোট দিতে পেরেছেন জানিয়ে বাসিরন বলেন, “ভোটের সময় কত অাশ্বাসের কথা শুনি। কিন্তু কেউ পরে আর মনে রাখে না।”কেন্দ্র থেকে বাসিরনের বাড়ি প্রায় এক কিলোমিটার দূরে। তার বোন সকিনা বানুও ভোট দিতে এসেছেন। ৩ ছেলের কেউ বাড়িতে না থাকলেও তারাই ভোটকেন্দ্রে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন বলে জানান।স্থানীয় চেয়ারম্যান প্রার্থী ও এক মহিলা প্রার্থীর অনুরোধে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন বলে জানান সকিনা বানু।এদিকে, পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি লক্ষ্য করা গেছে। এছাড়া কেন্দ্রের সামনেই বিএনপি, আওয়ামী লীগ ও স্বতন্ত্রপ্রার্থীদের সমর্থনে নেতাকর্মীদের অবস্থান করছেন।এমএম/জেইউ/আরএস/এমএস