দেশজুড়ে

নড়াইলে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

নড়াইলে হত্যা মামলায় সালাম শেখ নামের একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানার করা হয়।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জেলা দায়রা জজ আলমাচ হোসেন মৃধা এ আদেশ দেন। সালাম শেখ কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামের হাসেম শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে ছিলেন না।

আরও পড়ুন: শাস্তি মৃত্যুদণ্ড হলেও কমছে না ধর্ষণ, মানসিকতা পরিবর্তনের তাগিদ

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ জানান, কালিয়ার সীতারামপুর গ্রামের ফরিদ শেখের স্ত্রীকে একই এলাকার সালাম শেখ কুপ্রস্তাব দিতেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে ২০১৬ সালের ২৪ জুন ফরিদ শেখকে কালিয়া পৌরসভার পুরানো ভবনের সামনে থেকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সালাম শেখ।

এ ঘটনায় নিহতের বাবা আনছার শেখ বাদী হয়ে সালাম শেখসহ পাঁচজনকে আসামি করে কালিয়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সালাম শেখের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সালাম শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেন।

হাফিজুল নিলু/আরএইচ/জেআইএম