দেশজুড়ে

কবিরাজের রুটিপড়া খেয়ে হাসপাতালে ব্যবসায়ী

মাদারীপুরের কালকিনিতে কবিরাজের রুটিপড়া খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাহিদুল ইসলাম ব্যাপারী (৪৫) নামের এক ব্যবসায়ী। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, প্রায় ১৫ দিন আগে উপজেলার রামচন্দ্রপুর বাজারে ব্যবসায়ী দুলাল শিকদার ও মামুন শিকদারের দোকানে চুরি হয়। এ ঘটনায় পাশের দোকানদার জাহিদুল ইসলাম ব্যাপারীকে দায়ি করা হয়।

চুরির ঘটনাকে কেন্দ্র করে রোববার সকাল ১০টার দিকে বাজারের পাশের একটি মাদরাসা মাঠে রুটিপড়া খাওয়ার আয়োজন করা হয়। এসময় দুলাল শিকদার ও মামুন শিকদার বাজারের লোকজনসহ উপস্থিত অর্ধশত মানুষকে কথিত কবিরাজের দেওয়া একটি করে রুটি খাওয়ান। এ সময় জাহিদুল ব্যাপারীকে দুটি রুটি ও একটি ডিম খাওয়ান। এতে জাহিদুল অসুস্থ হয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠায়।

আরও পড়ুন: সালমান শাহের মামার বাসায় ব্যবসায়ী অসুস্থ, হাসপাতালে মৃত্যু! 

জাহিদুলের বড়ভাই সাইফুল ইসলাম ছাগির ব্যাপারী বলেন, দুলাল শিকদার ও মামুন শিকদার পরিকল্পনা করে আমার ভাইকে মেরে ফেলার জন্য এ ঘটনা তৈরি করেছেন। তারা সবাইকে এক খাবার দিলেও আমার ভাইকে কৌশলে বিষ মেশানো খাবার দিয়েছেন। আমি এ ঘটনার বিচার চাই।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মুনসাদী ইসলাম বলেন, হাসপাতালে আনার পর জাহিদুল উল্টাপাল্টা কথা বলেন। পরে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করি। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম খান বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস