দেশজুড়ে

কুষ্টিয়ায় আ. লীগ ৭, জাসদ ৩, অন্যান্য ১

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ ৭টি, জাসদ ৩টি ও আওয়ামী লীগ বিদ্রোহী ১ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।নির্বাচিতরা হলেন : আওয়ামী লীগ ৭বহলবাড়ীয়া ইউনিয়নে সোহেল রানা (নৌকা), তালবাড়ীয়া ইউনিয়নে আব্দুল হান্নান (নৌকা),  ফুলবাড়ীয়া ইউনিয়নে হাজ্বী আব্দুস সালাম (নৌকা), আমলা ইউনিয়নে আনোয়ারুল ইসলাম মালিথা (নৌকা), সদরপুর ইউনিয়নে রবিউল হক রবি (নৌকা), মালিহাদ ইউনিয়নে আলমগীর হোসেন (নৌকা),  ছাতিয়ান ইউনিয়নে জসীম উদ্দিন বিশ্বাস (নৌকা),  বেসরকারীভাবে  নির্বাচিত হয়েছেন। জাসদ ৩বারুইপাড়া ইউনিয়নে সাইদুর রহমান (মশাল), আমবাড়ীয়া ইউনিয়নে মশিউর রহমান মিলন (মশাল) ও কুর্শা ইউনিয়নে ওমর আলী (মশাল)।আ.লীগ বিদ্রোহী ১পোড়াদহ ইউনিয়নে আ.লীগ বিদ্রোহী ফারুকুজ্জামান জন (আনারস) মার্কা প্রতীকে।আল-মামুন সাগর/এসএইচএস/এবিএস