নেত্রকোনায় উদীচীর কার্যালয়ে বোমা হামলা ঘটনায় দায়ের করা মামলায় জেএমবি সদস্য আসাদুজ্জামান পনিরের ফাঁসির রায় বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।আসামির করা আপিল খারিজ করে বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃ্ত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন। আজ আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এসএম শাহজাহান।এর আগে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি বিচারিক (নিন্ম) আদালত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এই ঘটনায় করা মামলায় আসাদুজ্জামান পনির, সালাউদ্দিন সোহেল ও ইউনুছ আলীকে ফাঁসির রায় দেন।তবে এই মামলার অপর আসামি সিদ্দিকুর রহমান বাংলা ভাই ও আতাউর রহমান সানির ফাঁসি কার্য কর হওয়ায় এই দুই জনকে অব্যাহতি দেয়া হয়। আরেক আসামি বাংলা ভাইয়ের স্ত্রী ফারজানা খাতুনকে খালাস দেন আদালত।এর আগে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে ২০১৪ সালের ৩১ জানুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন। ওই ফাঁসির রায়ের বিরুদ্ধে জেএমবি সদস্য আসাদুজ্জামান পনির আপিল করলে সেই আপিলের শুনানি শেষে আদালত আজ পনিরের ফাঁসি বহাল রাখেন। ২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে।এফএইচ/এসকেডি/এমএস