চট্টগ্রামে লরির ধাক্কায় মো. মামুন (২৮) নামে এক পথচারী নিহত হয়েছে। সোমবার সকালে জেলার সীতাকুণ্ড গামারিতলা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ ফারহান বিষয়টি নিশ্চিত করে জানান, মামুন রাস্তার একপাশ দিয়ে হাটছিল। এসময় পিছন দিক থেকে একটি লরি এসে মামুনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মামুন উপজেলার দক্ষিণ সোনাইছড়ি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। লরিটি আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জীবন মুছা/জেএইচ/এমএস