নেত্রকোনার কেন্দুয়ায় হিরণ এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কমলপুর এলাকার বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
বাসমালিক হিরণ মিয়ার বড় ভাই রুবেল মিয়া বলেন, বুধবার রাতে বাসটি শহরের টার্মিনালে রাখা ছিল। রাত আড়াইটার দিকে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভায়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।
এইচ এম কামাল/আরএইচ/এএসএম