রাজনীতি

বিশাল গাড়িবহর নিয়ে মাগুরার পথে সাকিব আল হাসান

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো বিশাল গাড়িবহর নিয়ে মাগুরা যাচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

বুধবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে মাগুরার পথে যাত্রা শুরু করেছেন তিনি। সকাল সাড়ে ১০টায় সাকিবের গাড়িবহর পদ্মা সেতু পার হয়েছে। জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার এবং নাজমুল হোসেন অপু সাকিবের সফরসঙ্গী হয়েছেন।

জানা গেছে, বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গাড়িবহর নিয়ে নিজের নির্বাচনী এলাকার পথে রওনা দেন সাকিব আল হাসান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনে মনোনয়ন পেয়েছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাকিব আল হাসানের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২৯ নভেম্বর) জেলা শহরের জামরুল তলায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে এ ঘোষণা দেন নেতারা। পাশে থাকার ঘোষণা দিয়েছেন মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরও।

আরও পড়ুন>> গণভবনের আশপাশে মোবাইল ফোন হারালেন সাকিব আল হাসান

এর আগে মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম নিয়েছিলেন সাকিব। দলীয়ভাবে তাকে মাগুরা-১ আসন দেওয়া হয়েছে।

এনএস/এমএইচআর/জেআইএম