গণভবনের আশপাশে মোবাইল ফোন হারালেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৫ এএম, ২৭ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মনোনয়ন পাওয়ার দিনই রোববার গণভবনের আশপাশে নিজের মোবাইল হারান তিনি। এ ঘটনায় রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাকিব।

সোমবার (২৭ নভেম্বর) সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।

তিনি বলেন, গণভবন থেকে ফেরার পথে সাকিব আল হাসান তার মোবাইলটি হারিয়েছেন। তবে ঠিক কোথায় মোবাইল হারিয়েছেন, তা বলতে পারছেন না তিনি। তার ধারণা, শেরেবাংলা নগর থানাধীন গণভবনের আশপাশের এলাকায় মোবাইলটি হারিয়ে থাকতে পারে।

ওসি বলেন, জিডি দায়েরের পর রোববার থেকেই আমরা মোবাইল উদ্ধারে কাজ শুরু করেছি।

এর আগে, রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সাকিব আল হাসানকে মাগুরা-১ আসনে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরএসএম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।