ভোলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর এলাকায় মেঘনা নদীর পাড় ভেঙে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। তাদেরকে আশংকাজনক অবস্থায় প্রথমে ভোলা হাসাপাতালে এবং পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।নিহত সুজন ( ১০) ওই এলাকার মো. সিরাজ উদ্দিনের ছেলে। আহতরা হচ্ছে আকবর হোসেনের পুত্র আল আমিন রাকিব ( ১২) ও ইমরান ইসলামের ছেলে মো. ইব্রাহীম ( ১১) । এ তিন শিশু দুপুর ১২টায় নদী পাড় এলাকায় অবস্থান করার সময় হঠাৎ করে বিশাল আকারে চাঁইন ভেঙে মাটিসহ ৩ জনই নদীতে পড়ে যায়। স্থানীয়রা এদের উদ্ধার করে। মাটির নিচে চাপা পড়ায় ঘটনাস্থলে মারা যায় সুজন। অন্যদের অবস্থা আশংকাজনক বলে জানান, ভোলা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল থেকে হঠাৎ করে বজ্রবৃষ্টি শুরু হয়। নদীতে স্রোত বেড়ে যায়। এতে ভাঙন তীব্র হয়ে ওঠে। আর এ কারণেই তিন শিশু নদীতে পড়ে যায়। অমিতাভ অপু/এআরএস/পিআর