নড়াইলে স্কুল ছাত্রের পায়ের রগ কাটার ঘটনায় রয়েল শেখ (৩২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার রয়েল শেখ(৩২) সদর থানাধীন দক্ষিণ নড়াইলের নুর ইসলামের ছেলে।
শনিবার (১৬ ডিসেম্বর) জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন:শিক্ষিকার মেয়ের সঙ্গে প্রেম, হাত-পায়ের রগ কেটে দেওয়া হলো কিশোরের
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ ডিসেম্বর) যশোরের কোতোয়ালি থানার রাজাপুর গ্রামের তরিকুল ইসলাম বাবুর বাড়ি থেকে রয়েল শেখ (৩২)কে আটক করে গোয়েন্দা পুলিশ।
তিনি আরও জানান, আসামি রয়েল শেখ(৩২)কে বিজ্ঞ আদালতে পাঠানো হলে আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
আরও পড়ুন: নড়াইল/এসএসসি পরীক্ষার্থীর হাত-পায়ের রগ কাটার ঘটনায় মামলা
এর আগে ৫ ডিসেম্বর দুপুরে নড়াইল সদর থানার মহিষখোলা গ্রামের মোহাম্মদ শেখের ছেলে আরিয়ান মণ্ডলকে (১৬) তুষার শেখ, রয়েল শেখসহ কয়েকজন বাড়ি থেকে অপহরণ করেন। পরে আরিয়ানকে নড়াইল-গোবরা সড়কের মাঝামাঝি কাড়ার বিলের পাশে একটি ঘেরে নিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়। এ ঘটনায় ৬ ডিসেম্বর আরিয়ানের দাদি মাসুমা বেগম সদর থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন।
হাফিজুল নিলু/এনআইবি/এএসএম